হেদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ওপর অনেক বড় নেয়ামত। কেউ চাইলেই এই নেয়ামত হাসিল করতে পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন। তাকেই কেবল এই নেয়ামত দান করেন। তবে সবাই হেদায়াতের ওপর অবিচল থাকতে পারে না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। হেদায়াত লাভ করা যেমন কঠিন, এই ফেতনার যুগে হেদায়াতের ওপর অবিচল থাকা আরও কঠিন। অনেক ভাই দ্বীনে ফিরেন। শরিয়ত মোতাবেক চলেন। অনেক আপু দ্বীনে ফিরেন। নামাজ, রোজা, হিজাব পরেন। শয়তানের ধোঁকায় আবার ভুল পথে হারিয়ে যান। আমরা তো হেদায়াতের পথে আসি। কিন্তু কীভাবে চললে দ্বীনে অটল থাকা যাবে। ঈমানের সাথে চলা যাবে। সেসব বিষয় শিখি না। মানুষ হেদায়াত প্রাপ্তির পরে কী কী কারণে পথচ্যুত হয়। সেসব কারণ উদ্ঘাটন করে তার সমাধান এই বইতে দেওয়া হয়েছে। দ্বীনের ওপর অবিচল থাকার জন্য এই বই গাইড হিসেবে কাজ করবে: ইনশাআল্লাহ।
আরও একটি মাষ্টারপিস বই উপহার দেওয়ার জন্য ধন্যবাদ লেখকদের। বই টই এর কাছে আকুল আবেদন, তাদের লেখা অন্য বই গুলোও নিয়ে আসুন তারাতাড়ি। এই বইকে আমি ৫★ এর চেয়েও বেশি দিতাম যদি অপশন থাকত।
Read all reviews on the Boitoi app