IELTS-এ ভালো রেজাল্ট করতে চাইলে ২ ধরণের দক্ষতার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে: ১। ইংরেজি দক্ষতা: এটি IELTS-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনার ইংরেজি যত ভালো হবে, IELTS পরীক্ষাটাও তত সহজ হবে। ২। পরীক্ষা-সংক্রান্ত দক্ষতা: যেকোনো পরীক্ষায় ভালো করার জন্য সাধারণভাবে পরীক্ষা-সংক্রান্ত দক্ষতার পাশাপাশি উক্ত নির্দিষ্ট পরীক্ষার ব্যাপারে আদ্যপান্ত জানা থাকা জরুরী। IELTS-ও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয়ত, সবগুলো মজিউলের প্রস্তুতি সমান হবে না। কিছু মজিউল অন্যগুলোর চাইতে কঠিন লাগবে। এবং সেগুলোতেই বেশি ফোকাস দিতে হবে। অভিজ্ঞতা বলে, মানুষজন রিডিং এবং রাইটিং-এ সব থেকে খারাপ রেজাল্ট করে থাকেন। তাই আপনি প্রথম থেকেই এই দুটি মজিউলে ভালো করার উদ্দেশ্যে বিশেষভাবে মননিবেশ করতে পারেন। তৃতীয়ত, IELTS পরীক্ষার জন্য কার্যকরি প্রস্তুতি নিতে খুব বেশি ম্যাটেরিয়াল প্রয়োজন না। প্রয়োজন হলো কিছু প্র্যাক্টিকাল গাইডলাইন এবং ইংরেজির শক্ত ভিত। আর লেখক চেষ্টা করেছেন এই বইয়ের মাধ্যমে আপনাকে সেই গাইডলাইনটা প্রদান করার জন্য।
দ্রুত IELTS আর আদ্যোপান্ত বুঝতে বইটি এক অনবদ্য সৃষ্টি.. ❤️
Read all reviews on the Boitoi app