"অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ শিশুরা একে-অন্যের দেখাদেখি কাজ করতে পছন্দ করে। বন্ধু ওমন করছে তো আমাকেও করতে হবে। ওভাবেই মনে হয় ভালো করা সম্ভব। ঠিক এই ধারণা থেকে ‘অ্যা কমপিট রুটিন অব অ্যা চাইল্ড'র কনসেপ্ট সাজানো হয়েছে। বইটিতে ‘অমি’ চরিত্রের মাধ্যমে ‘একজন আদর্শ শিক্ষার্থীর রুটিন কেমন হতে পারে ধারণা থেকে যে বা যারা বইটি পড়বে, সে বা তারা অনুপ্রেরণা পাবে। নিজেকে যখন অমি'র বিপরীতে দাঁড় করাবে, তখন সে/তারা আত্ম-উন্নয়নে মনোযোগি হতে শিখবে এবং ফলাফল ইতিবাচক হবে। - মোহাম্মদ অংকন