প্রেম-ভালোবাসা জাতি,ধর্ম,বর্ণ ইত্যাদি উপেক্ষা করেও পরস্পরকে মনের গভীরে আশ্রয় দিয়ে থাকে।একজন ভালো মানুষের সংস্পর্শে সমাজের খারাপ-অসৎ লোকও ভালো মানুষ হয়ে থাকে । আসিয়া আ. এর জীবন বিশ্বনারী জাতির জন্য বিশেষ নির্দশন রয়েছে । যখন তিনজন ঈমানদার ব্যতীত অপর কোনো ঈমানদার ছিল না ঠিক সে কঠিন মুহূর্ত আসিয়া আ.ছিলেন তিনজনের অন্যতম । প্রভাবশালী কাফির গৃহে থেকেও মহান আল্লাহকে মুহূর্তের জন্যও ভুলে যাননি । তিনি ফির’আউনের ঘরে থেকেও ঈমানের উপর দৃঢ় থেকে মূসা আ. এর মতো একজন নবীর লালনপালন করতে সক্ষম হয়েছিলেন ।তার জীবন প্রবাহ ছিল অভিন্ন জলধারা হতে স্বতন্ত্র ধারায় প্রবাহিত দুটি সমুদ্র সদুশ । জনাব মুহাম্মাদ আবদুল মান্নান রচিত’আসিয়া আ. এর জীবন -কর্ম গ্রন্থটির আলোকে বলা যায়,আল্লাহভীত একজন নারীর মাধ্যমে ব্যক্তি,সমাজ,রাষ্ট্র,শান্তিময় বিশ্ব নিমার্ণ হতে পারে ।