সালাত এমন কোনো নড়াচড়ার নাম নয়, যা কিছু সময় ব্যয় করে করা হয়। অতঃপর তা শেষ হয়ে যায় এবং অবহেলা আর অমনোযোগিতার অতল গহ্বরে তা হারিয়ে যায়। বরং সালাত হলো সঠিক পদ্ধতিতে কিছু ওঠাবসার নাম। যা জীবনকে পরিবর্তন করে দেয়, জীবনের কালো অধ্যায় মুছে দিয়ে সত্যের বিপ্লব ঘটায়, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য ঠিক করে দেয় এবং তোমাকে সর্বদা আল্লাহর সামনে উপস্থিত বলে মনে করিয়ে দেয়।