রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মুতাবেক দীন ইসলামের ভিত্তি বা মূল পাঁচটি জিনিসের উপর। ১. ঈমান, ২. নামায, ৩. রোযা, ৪. হজ্ব ও ৫. যাকাত। গুরুত্বের দিক দিয়ে ইসলাম ধর্মে ঈমানের পরই নামাযের অবস্থান। এ-কারণেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম যে বিষয় প্রশ্ন করা হবে তা হল, ‘নামায’। اَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ