পেশায় সাংবাদিক সামার ইয়াজবেককে আসাদ সরকার কর্তৃক জোরপূর্বক নির্বাসন দেয়া হয়। যখন সিরিয়ার অভ্যুত্থান রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়, তখন তিনি এ ব্যাপারে ভূমিকা রাখতে বদ্ধপরিকর হন এবং এ উদ্দেশ্যে বেশ কয়েকবার গোপনে সিরিয়া ভ্রমণ করেন। সীমান্তের কাটাতার পেরোনো গোপন অভিযানগুলোরই বর্ণনা, যা একই সঙ্গে বিরল, শক্তিশালী এবং তার মাতৃভুমির সীমান্তে ঘটে যাওয়া ক্ষতিচিহ্নের সাহসী সাক্ষ্য।গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম দিককার শান্তিপূর্ণ বিক্ষোভগুলো থেকে শুরু করে আইসিসের আগমন পর্যন্ত, তিনি এই বইয়ে সেসব লড়াইয়ের প্রতিটি মুহূর্তকেই জীবন্ত করে তুলে ধরেছেন; নৃশংসতার মধ্যেও মানবতার প্রকাশ ঘটানোর চেষ্টা করেছেন; আর ব্যাখ্যা করেছেন কেন এত মানুষ তাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে শুধু প্রাণ বাচাতে পালিয়ে যেতে চাইছে...।