বিদেশের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে গেলেই প্রয়োজন হয় English Language Proficiency পরীক্ষার। আর এসব পরীক্ষার মধ্যে নিঃসন্দেহে সব থেকে গ্রহণযোগ্য পরীক্ষাটির নাম হলো IELTS. IELTS পরীক্ষায় যে যত ভালো স্কোর করতে পারে, তার জন্য তত ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ হয়ে যায়। বইটিতে লেখক আলোচনা করেছেন কিভাবে তিনি IELTS পরীক্ষায় বসে একটি অসাধারণ রেজাল্ট নিয়ে এসেছেন, যে রেজাল্ট সাধারণত বাংলাদেশি পরীক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ১% অর্জন করে থাকেন। (সূত্র: https://ielts.org/researchers/our-research/test-statistics) লেখক তার যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন। তুলে ধরেছেন কিভাবে তার ব্যাকগ্রাউন্ড তাকে সাহায্য করেছে এবং কিভাবে পরীক্ষার আগের প্রস্তুতি নিয়েছেন তিনি। ভাষাগত উৎকর্ষের জন্য অসাধারণ এই যাত্রায় যোগ দিন এবং আবিষ্কার করুন কিভাবে চেষ্টা ও সঠিক গাইডলাইন IELTS পরীক্ষায় সাফল্যের পথ তৈরি করতে পারে।