এক অমাবস্যার রাত। একটি হত্যাপ্রচেষ্টা, একজন পলাতক আসামী। পঙ্গু মা'কে নিয়ে নিম্নমধ্যবিত্ত নিরুপমার টানাপোড়েনের জীবনে প্রবেশ করে প্রেমহীন সেই যাযাবর হৃদয়ের পুরুষ সৈয়দ এহসাস আরমান। স্থানীয় নামডাক সম্পন্ন সৈয়দ বাড়ির ভিত নড়ে ওঠে বংশধরের এহেন কর্মে। পরিবার, সম্পর্ক জটিল হতে থাকে। এই আর্বতে আরও দুটি প্রেমের গল্প গড়ে ওঠে। এক পুরুষের পিছুটান ভোলার চেষ্টা, এক কিশোরীর এক তরফা প্রেম পীড়া। কর্মফল, বিচ্ছেদ, বিরহ ও জটিলতার স্রোতে এগোতে থাকে ওদের জীবন। তারপর কী হবে? পরিণতি কি আসবে তিনটি জীবনে?
কি লিখেছেন আপু। পুরোটা সময় বুক ঢিপঢিপ করেছে। অনেকদিন পরে থ্রিলার মিশানো এমন গল্প পড়লাম। আপনার পড়া এইটাই প্রথম গল্প আমার। কি ভেবে কিনেছি জানিনা। তবে এখন মনে হচ্ছে না কিনলে এমন জোশ একটা গল্প মিস করে যেতাম। আপনার জন্য শুভ কামনা রইলো।
Read all reviews on the Boitoi app
চমৎকার লেখনী। প্রতিটি চরিত্র ইন্টারেস্টিং। এরকম আরো পড়তে চাই।
Kub sundor Mon chua gelo
অসম্ভব সুন্দর ও রহস্যময় একটা গল্প! প্রতিটা চরিত্র প্রথম থেকে ই এইখানে গুরুত্বপূর্ণ ছিল! এহসাস এর নিরুপমার প্রতি কমিটেড ভালোবাসা, দুর্জয় এর বারবার প্রত্যাখান এও ঈপ্সার সরল ভালোবাসা, ইকরাম ও ক্যামেলিয়ার স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন সব টাই ভীষণ দারুন ভাবে এক্সিকিউট করা হয়েছে! আদরুপ কে নিয়ে আরেকটু খোলাসা করলে বোধহয় ভালো হত যে, সে কেনো এত এগ্রেসিভ! দিনশেষে সব চেয়ে সেরা চরিত্র ছিল নিরুপমা! কি চমৎকার ব্যাক্তিত্বের হার না মানা এক নারী চরিত্র! মায়ের প্রতি তার এই অগাধ দায়িত্ববোধ সে এত ঝড়ঝাপতা সামলেও যেভাবে পালন করেছে জাস্ট স্যালুট তাকে!! ভূল বোঝাবোঝির তাড়নায় এহসাস ও নিরুপমার সম্পর্ক টা যেভাবে তৈরি হয়েছিল, এহসাস এর শর্তহীন ভালোবাসায় তা ফিকে হয়ে ভালোবাসার পুনরুত্থান হয়েছিল! কৈশোর এর ভালোবাসা ও অবসেশান কে যৌবন পর্যন্ত একই রকম ভাবে রেখে মানুষ টাকে জয় করা চাট্টিখানি কথা না, এহসাস তার নিরুপমাকে পেয়ে দেখিয়েছে! তানিয়া আপুর লেখা এত সুন্দর তা বার বার বললেও কম হয়ে যাবে 💙💛
গল্পটা খুব সুন্দর,কিছু গল্প হয় যেগুলো ধীরে ধীরে,রয়ে সয়ে পড়লে বেশি উপভোগ করা যায়,সেই ধরনের গল্প এটি। পল্পের প্রত্যেকটা চরিত্রই সুন্দর,এবং সেগুলো সামাজিক ও বাস্তবিক চরিত্রের পরিস্ফুটন। এবং সব থেকে প্রিয় চরিত্র হলো নিরুপমা। মিডল ক্লাস , অসহায় মহিলারা এই ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারবেন। আর বাকি চরিত্র গুলো ও সুন্দর তবে এর মধ্যে খুব প্রিয় হলো ' সৈয়দ এহসাস ' , কী ভাবে যেনো ডুএল পার্সোনালিটি প্লে করলো,এবং মন কেড়ে নিলো। এছাড়াও আর কিছু জুটি আছে যেমন দূর্জয় মিমি,লিয়া একরাম , এবং এই জুটি গুলো সমাজের বয়সম্য মূলক সম্পর্কের ও তার বিপর্যয়ের দৃষ্টান্ত যদিও পরে তারা আবার এক হয়। সব মিলিয়ে খুব সুন্দর ,গুছানো ,সাবলীল লেখা ।
চমৎকার ❤️ অসাধারণ লেখনী, আদরুপের নিজস্ব কাহিনী নিয়ে আরো একটি ইবুক চাই, আর ইকরাম আর ক্যামেলিয়ার আরো বিশদ বিবরণ চাই 🤗🤗
আমার খুব প্রিয় একটি গল্প অরুপ জোৎস্না। অধির আগ্রহে অপেক্ষায় ছিলাম এই প্রিয় বইটির। নিরুপমার প্রতি এহসাসের ভালোবাসা।দুর্জয়ের প্রতি ইস্পার ভালোবাসা। দুই ভাইয়ের এক বোনের প্রতি ভালোবাসা। বোন কে নিয়ে দুই ভাইয়ের পাগলামো। চাচা- ভাতিজার সম্পর্ক। ইকরাম আজাদের প্রতি ক্যামেলিয়ার ভালোবাসা। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি গল্প।💜 আমার কাছে খুব খুব ভালো লেগেছে 💜
আমার কাছে এই বইটি অসাধারণ এবং প্রিয় একটি বই
১ দিনেই শেষ করলাম পড়ে। চমৎকার কাহিনী । আমি কখনো বই পড়ে রিভিউ দেই নি কিন্তু এইটা পড়ে এতো ভালো লাগছে যে কিছু তো লিখতেই হতো! এহসাস, নিরুপমা, ইস্পা-দূর্জয় কে ভালো লেগেছে। অদ্ভুত বিষয় হচ্ছে, আদরূপ কেও আমার ভালো লেগেছে। আসা করছি এমন আরও সুন্দর ই-বুক পাবো। অপেক্ষায় রইলাম 💌