বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয় এবং মানুষের বংশ বিস্তার ঘটে। আল্লাহ প্রদত্ত এই বিধান মানবজগতের সর্বত্র বিদ্যমান। সন্তান লাভ ও প্রতিপালনের উদ্দেশ্য ব্যতীত কোন মিলনকে বিবাহ বলা হয় না। সাময়িক মিলন বা আধুনিক যুগের কথিত 'লিভ টুগেদার'কে এক কথায় 'ব্যভিচার' বলা হয়। যা মানব সমাজে নিন্দিত এবং আল্লাহর নিকটে নিকৃষ্টতম পাপ। আল্লাহ তার সেরা সৃষ্টি মানব বংশ বিস্তারের জন্য যেমন বিবাহের ব্যবস্থা দিয়েছেন, তেমনি পিতা-মাতার হৃদয়ে সৃষ্টি করেছেন সন্তানের প্রতি অপত্য স্নেহ। এই বিবাহ এবং বিবাহ পরবর্তী সংসার জীবন কিভাবে সুন্দরভাবে অতিবাহিত হবে সে বিষয়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ সমূহে যে সকল নির্দেশনা এসেছে, আমরা সেগুলি প্রয়োজন মত একত্রিত করে জান্নাত পিয়াসী মুমিনদের উদ্দেশ্যে পেশ করেছি। এগুলি অনুসরণ করলে আশা করি পরিবার সুখী হবে এবং তারা পরকালে জান্নাত লাভে ধন্য হবে।