আমার জন্ম ও লালন-পালন হয় লুধারান (Lutheran) খ্রিস্টান পরিবারে এবং লেখাপড়ার জন্য প্রথমে ৯ বছর পর্যন্ত লুধারান প্রাইভেট স্কুলেই যেতে থাকি। ইলেমেন্টারি স্কুলের দিনগুলো এবং জুনিয়র হাইস্কুলের সময়টি এই পুরো সময়টিতে লুধারান ধর্মের মৌল বিষয়গুলোর উপর পুরোপুরি ও নিয়মতান্ত্রিক পাঠ শেখানো হয়। তথাপি সেই সময়টিও আমার উপর এসে হাজির হয়, যা সব মানুষের উপর আসে - যখন মাথায় প্রশ্নের উদয় হওয়া শুরু হয়ে যায়। নয় বছর পর্যন্ত শিক্ষকরা আমাদের পড়ান এবং আমরা এ-বিষয়টিই সবচেয়ে বেশি শিখেছি। আমাদের এমন কঠিন পরিবেশে পড়ানো হয়, যেখানে আমাদের ধর্মের সমস্ত বিধান ও নির্দেশনার উপর কঠোরভাবে আমল করানো হতো। এমন পরিবেশে প্রশ্ন ও সন্দেহ-সংশয়ের প্রকাশ বরদাশত করা হতো না। প্রথম সাত বছরে এই আধ্যাত্মিক পরিবেশে থাকি এবং খ্রিস্টান হিসেবে সেসব নির্দেশনা অনুসারে অতিবাহিত করি।