অগণিত গল্প ধারণ করে একটা জীবন। চারপাশের মানুষগুলো সেই জীবনের সঙ্গে কখনো জড়িয়ে যায় কারো ইশারায়। নিয়ন্ত্রণের কলকাঠি থাকে অন্য কারো হাতে। যদিও জীবনের চিত্রনাট্যে এদের ভূমিকা অযাচিত নয়। তবু প্রত্যাশার সমান্তরালে সবসময় কথা বলে না প্রতিটি মুখ, সায় দেয় না প্রতিটি মন। একজন তরুণী, যার জন্ম, বেড়ে ওঠা আর যাপিত জীবনের নানা ঘটনা-অনুঘটনাকে জীব্য করে উপন্যাসের পট নির্মিত হয়েছে; বাঁক নিয়েছে কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত প্রমো সেটি যেন লেখিকার খুব চেনা! দুর্বোধ্য না হলেও একরৈখিক নয়। নিজে ধারণ না করলেও হয়তো সে জীবনের ভেতর দিয়ে যেতে দেখেছেন তারই মতো কাউকে। ভালোলাগা ও ভালোবাসার মিথস্ক্রিয়ার মধ্যে কোথাও একটা সংকোচ ঠিকই রয়ে যায়। পারিপার্শ্বিকতা বাঁধ সাধে প্রণয়ে, চাওয়ার সঙ্গে দূরত্ব বাড়ে। কখনো আবার মন থেকে মুছে ফেলার আগেই নিয়তি তাদেরকে খুব কাছে নিয়ে আসে। সামান্যটা অসামান্যে রূপ নিয়ে ভালোবাসায় বিভাজ্য হতে দেয় না দুটি মনকে। দিনা শেষে তাই নিজের কাছেই ফিরে আসতে হয়।