লিফলেট পড়া শেষ করে মাওলানা আমার মুখের দিকে তাকিয়ে প্রথমে বললেন, বেটা, নিজের নিয়তটা আগে ঠিক করে নাও। কোনো ব্যক্তি যদি এই নিয়তে মাসআলা জিগ্যেস করে যে, দীনের মাসআলা বুঝে আমল করতে হবে, তা হলে মাসআলা জিগ্যেস করার ছাওয়াব আলাদা পাওয়া যায় আর সেই অনুযায়ী আমল করার ছাওয়াব আলাদা পাওয়া যায়। এর বিপরীতে যদি কারও মাসআলা জিগ্যেস করার উদ্দেশ্য হয় দুষ্টামি কিংবা ফেতনা তৈরি করা, তা হলে তার আমলনামায় মাসআলা জিগ্যেস করার গুনাহ আলাদা লেখা হয় আর দুষ্টামি-ফেতনার গুনাহ আলাদা লেখা হয়।