কেমন হতো যদি মাসে মাসে ইংরেজি শিক্ষা বিষয়ক একটি ম্যাগাজিন বের হতো? কেমন হতো যদি সেখানে ইংরেজি শিক্ষার বিভিন্ন কৌশল, ইংরেজি গল্প, কুইজ এবং কৌতুক ভাণ্ডার পাওয়া যেতো? কেমন হতো যদি তা পড়তে পারা আমাদের সাধ্যের মধ্যে হতো? এ বিষয়গুলো ভেবেই যাত্রা শুরু Language Lantern-এর। এবারের উদ্বোধনী সংখ্যায় আলোচনা করা হয়েছে vocab শিখার একটি কৌশল নিয়ে, reading comprehension উন্নত করার কার্যকরী উপায় নিয়ে। এছাড়াও থাকছে grammar tips এবং কুইজ। একটি গল্প ও সাথে বোনাস আর্টিকেল—সব মিলিয়ে সুখপাঠ্য একটি কম্বিনেশন।
ম্যাগাজিনটা হাতে পেতে চাই
Read all reviews on the Boitoi app
অসাধারণ,,, শুভকামনা রইল।
দারুণ বই
শিখা যখন হয় বিনোদনের মাধ্যমে আগ্রহ তখন বেড়ে যায় কয়েক গুন। হঠাৎই খেয়ালের বশে ম্যাগাজিনটি নেড়েচেড়ে দেখতে গিয়ে উপলব্ধি হলো ইংরেজি ভাষা শিক্ষার্থীদের জন্য এ এক চমৎকার আয়োজন। আমি একজন IELTS Candidate হিসেবে এই ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন টি প্রত্যেক ইংরেজি ভাষা শিক্ষার্থীদের কে দৃড় ভাবে রেকমেন্ড করবো। আমি পার্সোনালি প্রতি মাসে এর গ্রাহক হতে ইচ্ছুক। এক বাক্যে যদি বলতে চাই তাহলে বলব—English ভাষা শিখা যদি হয় আপনার লক্ষ্য তবে এই সুখপাঠ্য ম্যাগাজিন টি আপনার হৃদয়ে শিখার তৃষ্ণাকে আরো বেগবান করবে ইন-শা-আল্লাহ... —SIDDIK AHMAD CHOWDHURY