নুহা আজ বিকেলে পালাবে! নুহার বয়স একুশ এবং সে প্রচণ্ড বুদ্ধিমতি। সে তার বুদ্ধিমত্তার ওপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। নুহার মা নেই। বাবা আছেন, ব্যাংক কর্মকর্তা। খুব ছোটবেলায় নুহা তার মাকে হারিয়েছে। মায়ের ছবিগুলো না থাকলে সে তার মুখটাও মনে করতে পারতো না। নুহার বেড়ে ওঠা তাই বাবার কাছে। নতুন মা এসে যদি নুহার বাবাকে বদলে দেয়, যদি আদরের মেয়েটাকে আর নিজের মতো করে ভালোবাসতে না পারে সেই ভয়ে তিনি আর বিয়েই করেননি। সপ্তাহের পাঁচটি দিন প্রচণ্ড ব্যস্ত থাকেন, নুহা তখন থাকে তার দূরসম্পর্কের দাদির কাছে। আর বাকি দুটো দিন শুধুই বাবা আর নুহার। এত বছরেও সেই রুটিনে কখনো ব্যতিক্রম আসেনি শুধু দু-একবার ছাড়া।