অনেক অনেক অনেক বছর আগে এই দেশেতে একটা মানুষ ছিলো.. মানুষ ছিলো কিন্তু কারোর সাথে ছিলো না তার একটি ফোঁটা মিলও।.. সবাই যখন লাগলে খিদে খেতো.. লোকটা তখন না-খেয়ে ঘুম যেতো। সবাই যখন ঘুমাতো রাত এলে.. না-ঘুমিয়ে থাকতো সে চোখ মেলে। দূরের বনের না-ঘুমোনো পাখি নাম ধরে তার করতো ডাকাডাকি।.. পাখির ডাকে থাকতো কী আর শুয়ে হারিয়ে যেতো পাহাড় ছুঁয়ে ছুঁয়ে।