অবনী ম্লানমুখে মৃদু স্বরে বলল, "পাত্র এত আগেই চলে গেছে। ওদিকে আমাকে পছন্দ করেনি বলে আমার খুব মন খারাপ হয়েছে। বাসায় গিয়ে কী বলব? তাই ভেবেছি, এখন রাস্তায় রাস্তায় একা একা হাঁটব। এনার্জি লস হবে, সাথে কষ্টও লস হবে। কিন্তু এখানেও সমস্যা।" "কী সমস্যা?" "একটা রূপবতী মেয়ে রাস্তায় শাড়ি পরে সেজেগুজে একা একা হাঁটছে এটা খুব দর্শনীয় জিনিস রওনক ভাই। ড্যাবড্যাব করে লোকে তাকিয়ে থাকে। কারো চোখে মুগ্ধতা থাকে আবার বেশিরভাগের চোখের দৃষ্টি খুব বিশ্রী। গা ঘিনঘিন করে।" "আমি আসব তোমার সাথে?" রওনক এবার অবনীর প্রত্যাশিত কথাটা বলল। "আসবেন? আপনার বেকার জীবন থেকে একটু সময় আমার পাশে হাঁটলে সময়ের খুব একটা অপব্যয় হবে না বোধহয়।" খানিকটা যেন ভাবল অবনী৷ ভেবে কথাটা বলল।
❤❤❤❤❤..........
Read all reviews on the Boitoi app
আবেশ যেনো এখনো আছে! এত দারুন গল্পটা! অবনীর পারসোনালিটি খুবই ভালো লেগেছে। ওর রওনককে এত গভীরভাবে ভালোবাসা, আত্মবিশ্বাসী, দৃঢ় মনোভাব সব মন ছুয়ে গেছে। রওনক সো লাকি অবনীকে তার জীবনে পেয়েছে। রওনকের মতো মানুষেরা যারা পরিবারের জন্য সব ঢেলে দেয়, নিজ ইচ্ছা-আকাঙক্ষা সব বিসর্জন দেয় দিনশেষে তারা যেনো নিজেদের সুখটা খুজে পায়..❤️✨
অবনী আর রওনকের গল্পটা ভীষণ ভালো লাগলো।
ভীষন সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প পড়লাম। অবনীর শুদ্ধ ভালোবাসাই রওনকের অপূর্ণ জীবনে পূর্ণতা এনে দিয়েছে.... ছোটো এই গল্পটা ভীষণভাবে মুগ্ধতা ছড়িয়েছে।❤❤
একটানা পড়ে ফেলার মতো। তবে কতিপয় ভুল বানান দৃষ্টিকটু।
অবশেষে পড়ার সময় পেলাম। মিষ্টি গল্প! রওনককে অবনীর ভালোবাসার গভীরতা মনকে ছুঁয়ে গেছে। ভালো লেগেছে যে ফুফাতো বোনের দুঃখজনক পরিণতি থেকেই অবনী নিজের জন্য সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছে। লেখিকার গল্পের এই ম্যাসেজ দেবার ধরণটা চমৎকার! মেয়ের মা হিসেবে শাহানাকে আমি অনুভব করতে পেরেছি। কোন মায়ের জন্য সহজ নয় রওনকের মতো এতো স্বল্প আয়ের, সংসার চালাতে হিমসিম খাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দেয়া, হাজার ভালো ছেলে হলেও। তবে ভালোবাসায় জোর করেও যে কোন ভালো কিছু হয়না, শাহানার এই মেনে নেয়াটা সুন্দর ছিলো। ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসারা!❤️❤️
ভীষণ মিষ্টি আর মার্জিত ! সরল সহজ আর সাবলীল কাহিনী। প্রচন্ড ভালো লেগেছে।
মিষ্টি একটা গল্প। এক বসায় পড়ে ফেলার মতো।
বেশ সহজ প্রাঞ্জল ভাষায় গোটা গল্পটি। এত সুন্দর সাবলীল ভালোবাসার গল্পটি সবারই ভালো লাগবে। অহেতুক প্রেমের বর্ণনা নেই, আছে একরাশ ভালো লাগার অনুভূতি। তবে শেষ কি একটু তাড়াহুড়ো করেছেন লেখক? সবমিলিয়ে আমি বলব গল্পটা সবার ভালো লাগবেই লাগবে।