একটা ভালো দল গড়ার কথা যখন আসে, তখন টাকা কিন্তু বড় কথা নয়! আপনার প্রথম চিন্তাটা কখনোই এমন হওয়া উচিত নয়, ‘আমি তো আমার দলের মানুষকে পারিশ্রমিক দিতে পারব না।’ বরং চিন্তা আসা উচিত যে এসব মানুষ কেমন করে আমার চিন্তাগুলোকে আরও উন্নত করতে পারেন এবং বাস্তবে রূপ দিতে পারেন। বাংলাদেশে এমন অনেক উজ্জ্বল চিন্তাধারার মানুষ রয়েছেন। কর্মহীন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পাস করা তরুণ শিক্ষানবিশ পর্যন্ত, যাঁদের সবারই লক্ষ্য কোনো একটি প্রকল্পে অংশ নিয়ে নিজেকে তৈরি করা। আমাদের শুধু প্রয়োজন এসব উচ্ছল তরুণকে কাজে যুক্ত করা, বিভিন্ন পরীক্ষা, কাজ অথবা ছোট ছোট প্রজেক্টে তাঁদের সম্পৃক্ত করে তাঁদের দক্ষতা সম্পর্কে জানা। এভাবে আপনি আপনার দলের জন্য সঠিক দক্ষতাসম্পন্ন মানুষটিকে বাছাই করতে পারবেন।