গীবত এক মারাত্মক পাপ ও সামাজিক ব্যাধি। সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশী, তন্মধ্যে গীবত শীর্ষস্থানীয়। এই পাপটি এমন এক নীরব ঘাতক, যা বান্দার অজান্তেই তার নেকীর ভাণ্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে। এটি চুরি-ডাকাতি, সূদ-ঘুষ, যেনা-ব্যভিচার ও মরা মানুষের পঁচা গোশত ভক্ষণের চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট। এই জঘন্য পাপটি মানুষ এতো অবলীলায় করে থাকে যে, চায়ের আসর থেকে শুরু করে সামাজিক কোন বৈঠক, সোশ্যাল মিডিয়া ও স্বাভাবিক আলাপচারিতায় তা মানুষের নিকৃষ্ট বদ স্বভাবে পরিণত হয়েছে। আরো বিস্ময়ের ব্যাপার হ'ল, আল্লাহর ঘর মসজিদে বসেও এই গর্হিত পাপ করতে আমরা বিন্দুমাত্র কুণ্ঠিত হই না। খুব কম মানুষই গীবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারছেন। আলোচ্য বইটিতে গীবত নামক ব্যক্তি, সমাজ ও সৎ আমল বিধ্বংসী এই পাপটির যাবতীয় অনুসঙ্গ নিয়ে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। গীবতের ভয়াবহতা সম্পর্কে জানতে এবং তা থেকে বাঁচার উপায় খুঁজে পেতে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।