সকল প্রশংসা পরম প্রজ্ঞাময় মহান আল্লাহর প্রতি যিনি আমাকে সাহায্য করেছেন ফলশ্রুতিতে আমি এই "চৌদ্দ মাসুম (আ.)-এর মায়েদের জীবনী" নামক গ্রন্থটি লিখতে সফল হয়েছি। এখন সকল দায়িত্ববোধের সহিত "মার্কাযে জাহানী উলুমে ইসলামী" -এর কর্মকর্তা জনাব হুজ্জাতুল ইসলাম কাশেফি এবং হুজ্জাতুল ইসলাম ডক্টর সাফারি এবং হুজ্জাতুল ইসলাম আব্দুল মাজিদ নাসেরী দাউদী'র প্রতি উৎসর্গ করছি। অনুরুপভাবে উস্তাদ ফাখখার ইসফাহানী যিনি আমাকে এই গ্রন্থ লিখার প্রাথমিক অবস্থা থেকে আমাকে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আমাকে এই গ্রন্থটি প্রকাশের জন্য সার্বিক সহায়তা করেছেন।