একজন হাজীর জন্য ওমরাহ তামাত্তু'-র পর হজ্বে তামাত্তু'-র আমল অত্যন্ত ধ্যান ও মনযোগের সাথে আঞ্জাম দেয়া বাঞ্চনীয়। হজ্বে তামাত্তু'-র পর্যায়ক্রমিক আমল নিম্নরুপ :- * মক্কাতে ইহরাম বাধা। মক্কার যে কোন স্থান থেকে ইহরাম বাঁধা যায় তবে মসজিদুল হারামে ইহরাম বাঁধা উত্তম। * জিলহজের নবম দিনে দ্বি-প্রহর থেকে মাগরিব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান। * নবম জিলহজ্জের দিবাগত রাত্রে মাশআরুল হারামে অবস্থান। * ১০ই জিলহজ্বের তথা ঈদের দিনে তিনটি কাজ আঞ্জাম দেয়া (১) রামিয়ে-জামারাহ আল আক্বাবাহ অর্থাৎ বড় শয়তানকে কংকর নিক্ষেপ করা (২) পশু কুরবানী (৩) তাক্বসীর * তাওয়াফ * তাওয়াফের নামাজ * সাঈ * তাওয়াফে নিসা এবং তার নামাজ * দশম, একাদশ জিলহজ্বের দিবাগত রাত্রে মিনাতে আবস্থান * জিলহজ্বের এগার ও বার তারিখে দিনের বেলায় (প্রত্যেকদিন) পর্যায়ক্রমে ৩টি তথা ছোট, মাঝারি ও বড় শয়তানকে কংকর নিক্ষেপ অর্থাৎ রামিয়ে জামারাহ উলা, জামারাহ উস্তা ও জামারাহ উক্ববার কাজ তিনটি সম্পন্ন করা। স্মরণ রাখা দরকার যে, মক্কার পাঁচটি কাজ (তাওয়াফ, তাওয়াফের নামাজ, সাঈ, তাওয়াফে নিসা ও তাওয়াফে নিসার নামাজ) মিনাতে অবস্থানকালীন দিনদ্বয়ে (১০ ও ১১ই জিলহজ্জের দুপুর থেকে সূর্যস্ত পর্যন্ত) মক্কাতে গিয়ে আঞ্জাম দেয়া যায়। তবে সন্ধ্যার সময় মিনাতে অবশ্যই ফিরে আসতে হবে।