আভা যখন তার মাকে হারাল, তখন সে নিতান্তই আট বছরের শিশু। সদ্য মাতৃহারা শিশুটি তার বড়ো বোনকে আঁকড়ে ধরে বাঁচতে চায়; কিন্তু কিছুদিনের মধ্যেই বড়ো বোনের বিয়ে হয়ে, শ্বশুরবাড়িতে চলে যায়। আভা নিজেকে ভীষণ একা ভাবতে থাকে। এরমধ্যে একদিন তার বাবা বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন৷ বাড়িতে অশান্তি শুরু হয়। আভার দ্বিতীয় বোন শোভা, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে, এবাড়ি থেকে চলে যেতে চায়। এবার আভা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। দাদী এবং সৎমার সঙ্গে এই সংসারে থাকতে সে নারাজ। বোনকে অনেক অনুনয়-বিনয় করে, আভা বোনের সঙ্গে নতুন ঠিকানায় রওনা দেয়। বাড়ির সবচেয়ে অলস আর ফাঁকিবাজ মেঝো মেয়েটাই হয়ে ওঠে আভার অভিভাবক। শুরু হয় আভার নতুন জীবন। ঘটতে থাকে নানা রকম ঘটনা।
চমৎকার একটি গল্প পড়ে শেষ করলাম। খুব খুব ভালো লেগেছে। লেখকের লিখনশৈলী প্রশংসনীয়।
Read all reviews on the Boitoi app
চমৎকার একটি গল্প। মমতাময়ী বড় বোনদের জন্য অনেক ভালোবাসা। ❤️
Oshadharon lekhoni Onek shuvo kamona tumar jonno Priyo apu
খুব ভাল লেগেছে। লেখিকাকে ধন্যবাদ।