আলহামদুলিলাহ আল্লাহর অশেষ রহমতে 'মাসনূন দো'আ ও যিকর' পুস্তিকাটি প্রকাশ করা সম্ভব হ'ল। ইতিপূর্বে হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ প্রকাশিত ও অধ্যাপক নূরুল ইসলাম সংকলিত 'ছহীহ কিতাবুদ দো'আ' বইটি পাঠক সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছে। তবে অনেক পাঠকেরই দাবী ছিল এ বিষয়ে পকেট সাইজের একটি পুস্তিকা প্রকাশের জন্য, যাতে তা সহজে বহনযোগ্য ও ব্যবহারযোগ্য হয়। সেই চাহিদা পূরণের লক্ষ্যে এই পুস্তিকাটি প্রকাশিত হ'ল। এতে দো'আগুলি বিষয়ভিত্তিক সাজানো হয়েছে এবং আরবী না জানা পাঠকের জন্য বাংলা উচ্চারণসহ দেয়া হয়েছে। আশা করি পাঠক সহজেই এতে প্রয়োজনীয় ও কাংখিত দো'আগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পুস্তিকাটি সংকলনের জন্য আমরা গবেষণা বিভাগ, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে প্রকাশনার সাথে জড়িত সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করে নিন। আমীন!