হযরত মাওলানা মুফতি মুহাম্মদ যায়দ মাযাহেরি সাহেব ভারতের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌতে হাদিস ও ফেকাহর উসতায হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে ভারতের অন্যতম বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ মেজাযের অধিকারী, উম্মাহর জন্যে ব্যথিত অন্তর লালনকারী ও সাহিবে দিল বুযুর্গ মনে করা হয়। তিনি দীর্ঘ দিন হযরত মাওলানা সাইয়্যদে সিদ্দিক আহমদ বান্দাবি রহ. এর সংশ্রবে ছিলেন, তাঁর তত্ত্বাবধানে আত্মশুদ্ধির মেহনত করেছেন এবং তাঁর কাছ থেকে খিলাফত লাভ করেছেন। মাযাহিরুল উলূম সাহারানপুরের শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইউনুস রহ. মুফতি সাহেবের জ্ঞানলব্ধ বইগুলো দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তাঁর রচনাবলির ওপর আস্থা জানিয়েছেন। নিঃসন্দেহে হযরতের এই মূল্যায়ন মাওলানার শেকড়স্পর্শী অধ্যয়ন, বিস্তৃত ইলম ও পোক্ত প্রজ্ঞার প্রমাণ বহন করে। মাওলানা সাইয়্যদে আবুল হাসান আলি নদভি রহ. মুফতি যায়দ সাহেবের গবেষণালব্ধ রচনাবলি পড়ে আন্তরিক প্রীতি জানিয়েছেন। শায়খুল ইসলাম মাওলানা মুফতি তাকি উসমানি সাহেব তাঁর বিশ্ববিখ্যাত রচনা 'গায়রে সূদি ব্যাংকারি' গ্রন্থে মুফতি যায়দ মাযাহেরি সাহেবের প্রবন্ধ থেকে বিভিন্ন চয়নিকা উদ্ধৃত করেছেন।