নাকিব সেই খুলনার কাঠের বাড়ির আগুন থেকে কীভাবে বেঁচে ফিরেছিলো? আর সেখান থেকে ফেরার পর সে কীভাবে নিজের জীবন গুছিয়ে নিয়েছিলো? সে কি পেরেছিলো সবটা গুছিয়ে তোহফাকে নিয়ে নিজের ছোট্ট সংসার গড়তে? নাকি নিজের করা পাপের শাস্তি সে ভোগ করে? সকল প্রশ্নের উত্তর রয়েছে রহস্য উন্মোচনে।
আমার পড়া বেস্ট একটি গল্প❤️।এই গল্পের সকল চরিত্র একদম জীবন্ত মনে হয় আমার চোখের সামনে কাহিনি গুলো হচ্ছে।এই গল্পের একেকটা কথা, কাহিনি এতো সুন্দর গুছিয়ে লেখা হয়ে যা বলার বাইরে। লেখিকা আপুকে অনেকে অনেক ধন্যবাদ আমাদের এমন একটা গল্প উপহার দেওয়ার জন্য❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
Want more part of this story It's a request
আমার পছন্দের গল্পের ভিতর এটি একটা ❤️ নাকিব আর তোহফা কে খুবই ভালো লাগলো। গল্পটা এত সুন্দর কি বলবো। গল্পটার তিনটা পরিচ্ছেদ পড়ার পর যদি বই টই অ্যাপ থেকে এইটা না পড়তাম তাহলে খুব মিস হয়ে যেত। মন চাচ্ছে গল্পটা যাতে আরো অনেক বড় হোক। ওদের সবাইকে খুব মিস করব 😊
আমি প্রথমেই এই গল্পের ১ম, ২য় ও ৩য় অধ্যায় পড়েচি। কিন্তু রহস্য সবগুলা ধোয়াসা রয়ে গিয়েছিলো। কিন্তু এই খানে বইটার বাকি অংশ পড়ে ভাল লাগলো
খুব ভালো লাগলো, নাকিব আর তোহফার ভালোবাসার পূর্ণতা পেলো আর তাদের সংসার সব কিছু অসম্ভব সুন্দর। অনেক অনেক ভালোবাসা লিখিকা❤️❤️❤️।
Khub valo ak khothay
উপন্যাসটি অসম্ভব আকৃষ্ট করার ক্ষমতা রাখে অনেকদিন পর আজ ইবুক পড়ে রহস্য উন্মোচন করত পারলাম তবে মুশতাক আবসার শেখ পালানোর পর কি হলো সেইটা তো জানা হলো না জানতে কী পারবো ??
খুব সুন্দর ভাবে এই গল্পে প্রতিটা রহস্যের উন্মোচন হয়েছেন খুব ভালো লাগলো।
যখনি এক প্রহর পড়ি,ঘোরের মধ্য চলে যাই।নাকীব তো পুরাই ক্র্যাশ আমার।নামীরকেও কেন জানি ভাল লাগে।
মোশতাক এর খাহিনী কী হইল বললেন না আবার আরেকটা বই বের করবেন এনকে🙃