Authors
Explore our collection of books across different authors
হেলাল মৃধা
1
Books
6
Followers
কাব্যিক নাম হেলাল মৃধা (মূল নাম মোঃ আল হেলাল) জন্ম : কুষ্টিয়া জেলার মিরপুর থানার তালবাড়িয়া ইউনিয়নের মৃধা পাড়ার দরিদ্র ঘরে। ৩য়/৪র্থ শ্রেণীতে কবিতা লেখা ও পড়া অভ্যেস। ১৯৯৮ সালে প্রথম প্রকাশ 'অরিন্দম হেঁটে যায়'। পিতা : মোঃ আরমান আলী, মাতা : মরহুমা রুনি বেগম। শিক্ষা : স্নাতক। কর্ম : টিউশনি গ্রাম ও শহরে। জায়গীর থাকা, পৌরসভায় ও বাসায় চাকরি। দোকানদারী কোচিং-এ পড়ানো। ১৯৯৮ সাল হতে নিজ লেখা কবিতার বই হেঁটে হেঁটে গ্রাম ও শহরে বিক্রয়। রোগশোক : ১৯৯৭ সাল হতে যক্ষ্ণা ও লিভার সংক্রান্ত রোগের প্রকোপ, চোখের সমস্যা। তারপর হাত, পা, ঘাড়, মাথা, শরীরের গিটে গিটে চরম ব্যথা। অতিবাহিত একটি জীবন। ৯/১০ বছর বয়সে হেঁসেল ঘরের আগুনে ছোট বোনের মৃত্যু এবং নিজ হাত ও গালে পোঁড়ার ক্ষত। ২৯.০১.১২ সালে মায়ের মৃত্যু, ০৮.১০.১৩ সালে ভাতিজার এবং প্রিয় সখাসখী পাঠক, গুরু ভক্তের মৃত্যু। ছোট বড় মিলে প্রকাশিত কাব্যগ্রন্থ ১৭টি। এবার '১০০ কবিতা' গ্রন্থটি প্রকাশ পেল।