Authors
Explore our collection of books across different authors
ইমরান খান রাজ
6
Books
14
Followers
ইমরান খান রাজ, মাতা মাকসুদা বেগম, পিতা নূর আহম্মেদ খান। জম্ম ১২ই অক্টোবর ঢাকা জেলার দোহার থানার নারিশা ইউনিয়নের সাতভিটা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই অনেকটা শান্ত প্রকৃতির ছিলেন তিনি। বড়দের সম্মান এবং ছোটদেরকে স্নেহ করতে মোটেও কৃপণতা করেন না কবি। পরিবারের সাত ভাই বোনের মধ্যে ষষ্ঠ তিনি। শিক্ষা জীবনের হাতেখড়ি ঘটে গ্রামের 'সাতভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০১১ সালে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও ২০১৩ সালে সরকারি পদ্মা কলেজ থেকে এইচ এস সি পাশ করেন এবং একই কলেজ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। পেশায় সাংবাদিক হলেও অবসর সময়ে লেখালেখি করতে মোটেও কৃপণতা করেন না। ঢাকার দোহার উপজেলার জনপ্রিয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল নয়া আলো'র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত সে। এ পর্যন্ত তার রচিত বহু গল্প, ছড়া, কবিতা বিভিন্ন পত্র-পত্রিকাতে প্রকাশ হয়েছে। তার প্রিয় শখ লেখালিখি করা। এছাড়া তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজ কল্যাণকর কাজের সাথে যুক্ত। দোহারের সমাজসেবামূলক "মানবতার জন্য আমরা" সংগঠনের সহ-সভাপতি এবং "সাতভিটা মানব কল্যাণ সংঘের" সাধারণ সম্পাদক হিসেবে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। সকল অন্যায়ের বিরুদ্ধে তার বিপরীত অবস্থান লক্ষণীয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেন। মানুষের উপকার করা, কবির অন্যতম একটি বড় গুন। তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থগুলো হলো - ৭১ এর রক্তস্নাত বাংলা, পদ্ম, কোনখানে রাখিব প্রণাম, শ্রেষ্ঠ বিকেলের কবিতা, ভাষা শহিদ, দিগন্তের নীলিমা, সুশীল কাব্যসম্ভার, মানবতার দাবি, স্বপ্নকাব্য এবং তার প্রকাশিত যৌথ গল্পগ্রন্থ হলো - নগরের ফুল। তার আরো কিছু বই প্রকাশের পথে।