Authors
Explore our collection of books across different authors
আবু মুআবিয়া ইসমাইল কামদার
3
Books
42
Followers
লেখকঃ আবু মুআবিয়া ইসমাইল কামদার। জন্ম দক্ষিণ আফ্রিকার ডারবানে। সেপ্টেম্বর ১, ১৯৮৬। তেরো বছর বয়সে মাদ্রাসার পাঠ শুরু করেন বিখ্যাত বিদ্যাপীঠ দারুল-উলূম দেওবন্দে। সুদীর্ঘ সাত বছর টানা পড়াশোনা শেষে সেখান থেকে উত্তীর্ণ হন। ২০০৭ সালে ইসলামিক স্টাডিজ-এ ব্যাচেলর করতে যোগ দেন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি সেখানের হেড টিউটোরিয়াল অ্যাসিস্টেন্ট হিসেবে কর্মরত। ‘হ্যাভিং ফান দ্যা হালাল ওয়ে’ তাঁর প্রথম বই। একে একে ভিন্নধারার আরও অনেক ইসলামি সাহিত্য রচনা করেছেন তিনি। সবই ইসলামি আত্মোন্নয়নমূলক। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছেঃ ‘গেটিং দ্য বারাকাহঃ অ্যান ইসলামিক গাইড টু টাইম ম্যানেজমেন্ট’, ‘বেস্ট অফ ক্রিয়েশনঃ অ্যান ইসলামিক গাইড টু সেলফ কনফিডেন্স’। স্ত্রী ও চার সন্তান নিয়ে ডারবানেই বসবাস করছেন তরুণ এই আলেম।