Authors
Explore our collection of books across different authors
ড. মোবারক হোসাইন
1
Books
23
Followers
ডঃ মোবারক হোসাইন। জন্মেছেন কুমিল্লা জেলায়। রাজশাহী ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে বিবিএ, সিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং নর্দান ইউনিভার্সিটি থেকে এইচআরএম-এ এমবিএ করেছেন। ভারতের শ্রী জগদিশ প্রাসাদ ইউনিভার্সিটি থেকে Leadership process in management; A comparative study between Islamic and conventional perspective-এর ওপর পিএইচডি অর্জন করেছেন। লিডারশিপের ওপর দেশি-বিদেশি জার্নালে তার একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ‘সমকালীন চ্যালেঞ্জঃ নেতা ও নেতৃত্ব তার প্রথম গ্রন্থ।