Authors
Explore our collection of books across different authors
মার্ক ম্যানসন
1
Books
2
Followers
মার্ক ম্যানসন মূলত একজন বগার ও চিন্তাবিদ। তার জন্ম এবং বেড়ে ওঠা টেক্সাসের অস্টিনে। টানা সাত বছর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন তিনি। অভিজ্ঞতা অজর্ন করেছেন নানা দেশের সংস্কৃতির। তাঁর লেখার বিষয় সমাজের প্রচলিত ধ্যান-ধারণা এবং নানা রকম অসঙ্গতি। একটু ভিন্ন চিন্তা নিয়ে সহজ করে লেখার জন্য ইন্টারনেট দুনিয়ায় অনেক দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। প্রকাশিত বইয়ের সংখ্যা দুই। ২০১৬ সালে 'দ্য সাটল আর্ট অব নট গিভিং আ ফাক' বইটি প্রকাশ পেলে সারাবিশ্বে এটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে মার্ক নিউইয়র্কে বসবাস করে থাকেন।