Authors
Explore our collection of books across different authors
মীর লিয়াকত আলী
2
Books
7
Followers
মীর লিয়াকত আলী প্রায় অর্ধশতাব্দিকাল শিক্ষা সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতার প্রায় সবকটি শাখায় একটানা কাজ করে আসছেন নিরলসভাবে। সুকুমার সকল শিল্পের প্রায় সকল শাখায় রয়েছে তাঁর অপরিসীম আগ্রহ ও অবদান। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘যেমন যেখানে জীবন’। সম্পাদনা করছেন ‘‘বিকিরণ’। বেতার ও টেলিভিশনের তিনি অনুমোদিত গীতিকার। একজন সুরকার। সঙ্গীত পরিচালক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ প্রতিষ্ঠা তাঁর উজ্জ্বল কীর্তি। সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রে অন্যতম নির্বাহী হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশে বিদেশে বিভিন্ন সম্মাননা। তাঁর জীবন ও কর্ম নিয়েও একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিশোর উপন্যাসসহ তাঁর শিশুতোষ বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। চব্বিশটি গল্প নিয়ে প্রকাশিত ‘বুড়ো দাদুর মজার গল্প’ও পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করি। মীর লিয়াকত আলীর জন্ম সিলেটে। স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকায়।