Authors
Explore our collection of books across different authors
নাসরীন মুস্তাফা
1
Books
13
Followers
নাসরীন মুস্তাফা। তাঁর লেখার প্রধান বিষয় বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও স্থাপত্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানের কৃতি ছাত্রী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যকলায় স্নাতক। পেশায় সরকারি কর্মকর্তা, বর্তমানে সচিত্র কিশোর মাসিক পত্রিকা নবারুণ-এর সম্পাদক হিসেবে কর্মরত। প্রকাশিত বইয়ের সংখ্যা পঁচিশটি। উল্লেখযোগ্য শিশু-কিশোর গ্রন্থ কিজিমামার মিউজিড়িয়া, মহাবিস্ময় ধূমকেতু, লক্ষ তারার মানিক জ্বলে, ঘরবাড়ি, হারিয়ে যাওয়া শহরগুলো, মহান নেতা বঙ্গবন্ধু, এক জোড়া সবুজ চোখ, নোরা এক্স থার্টি, ভিনগ্রহের ক্র, ক্ষুদে বিজ্ঞানী, বিজ্ঞানের মজার ভুবন, ভূত কোথায় থাকে, ফুলবাড়ি, হারানো বল, সোনার শহর সোনারগাঁ এবং তাপুর বিজ্ঞান প্রজেক্ট। ক্ষুদে বিজ্ঞানী বইটির জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৪০৫। নাসরীন মুস্তাফা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নাট্যকার। শিশুদের জন্য লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রাজাকারের আঙটি ২০০১-এ বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত অগ্রণী ব্যাংক শিশুনাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ নির্দেশনা ও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেছে।