Authors
Explore our collection of books across different authors
ফরিদ আহমদ দুলাল
1
Books
0
Followers
ফরিদ আহমদ দুলাল। জন্ম ১৮ মে ১৯৫৬, ময়মন্সিংহে। বাণিজ্যে স্নাতকোত্তর ফরিদ আহমদ দুলাল-এর বেড়ে উঠা ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলে। সময়ের সকল সংকট মাড়িয়ে তিনি হয়ে উঠেছেন শিল্প-সাহিত্য অঙ্গনের অনিবার্য একজন। চার দশকের অধিককাল ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত থেকে গড়ে তুলেছেন নিজেকে; সম্পন্ন করে তোলার প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেছেন আবার গড়েও নিয়েছেন; নিজেকে অতিক্রমও করেছেন বারবার। সাহিত্যের বিভিন্ন শাখায় লিখেছেন নিষ্ঠার সাথে এবং প্রতিটি শাখাতেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে তার চৌদ্দটি কাব্য, আটটি নাটক, একটি গল্প, একটি উপন্যাস ও পাঁচটি গবেষণা গ্রন্থ; সফল সংগঠক, ছোট-কাগজ সম্পাদক, সংস্কৃতজন ফরিদ আহমদ দুলাল-এর নিষ্ঠা ও আন্তরিকতার পুরস্কার নিশ্চয়ই তিনি পাবেন, নিশ্চয়ই পাঠক তাঁর সুলুক-সন্ধানী পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার আলোয় জেনে নিতে পারবেন বাংলাদেশের কবি ও কবিতার চর্চার গতি-প্রকৃতি।