Authors
Explore our collection of books across different authors
ওমর ফারুক মিজি
1
Books
1
Followers
ওমর ফারুক মিজি কুমিল্লা জেলার বরুড়া থানার কৃষ্ণপুর গ্রামে তাঁর জন্ম। বাবা আলহাজ্ব মোহাম্মদ মমতাজ উদ্দিন মিজি, মাতা ফিরোজা বেগম। ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল থেকে এস এস সি, ঢাকা সিটি কলেজ হতে ১৯৯১ সালে এইসএসসি ও ১৯৯৩ সালে বি কম (পাস) করেন এবং ১৯৯৫ সালে জগন্নাথ কলেজ এন্ড বিশ^বিদ্যালয় হতে এম কম (ব্যবস্থাপনা) পাস করেন। তিনি ছোটকাল থেকেই খেলাধুলা ভালোবাসেন। ১৯৯১ সালে ‘প্রগতি সংঘ ক্লাব’ মতিঝিল এর মাধ্যমে পাইওনিয়ার ফুটবল খেলেছেন। পরবর্তীতে লিটিল ফ্রেন্ডস ক্লাব, জুনিয়ার ব্রার্দাস, মিরপুর সিটি ক্লাব এর পক্ষে ফুটবল খেলেছেন। এছাড়াও তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলা ক্রিকেট (জিএমসিসি) দলের সদস্য হয়ে ক্রিকেট খেলেছেন। খেলাধুলার পাশাপাশি তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস ও গান লিখতে পছন্দ করেন। তিনি তার লেখা গল্প, উপন্যাস সাবলিল ও সহজ সরলভাবে পাঠকের মাঝে উপস্থাপন করতে পছন্দ করেন। ইতোমধ্যে ২০১৭ ও ২০১৮ সালে তার দুটি উপন্যাস ‘এ এমন পরিচয়’ এবং ‘স্বপ্নের ঠিকানা’ সিদ্দিকীয়া পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে। তার উপন্যাস দুটি পাঠকের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। ‘সততার মূল্য একটি শিংগারা’ ‘উচিত শিক্ষা’ সত্য ঘটনা অবলম্বে লিখিত গল্পটি বেশ উল্লেখযোগ্য। উপন্যাস,ভ্রমন কাহিনীর পাশাপাশি এ বছর সাত ভাই চম্পা প্রকাশনী থেকে বের হয়েছে ‘উচিৎ শিক্ষা’ এটিও পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলে লেখক আশাবাদ ব্যক্ত করেছেন। উপন্যাসের পাশাপাশি শিশুদের জন্যও তিনি লেখালেখি করছেন। কোমল মতি শিশুর মনকে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছেন। তাঁর লেখা পড়ে মানুষ উপকৃত হলে তবে তিনি সার্থক। বর্তমানে তিনি সোনালী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছেন। ব্যাংকিং গুরুত্বপূর্ণ পেশার পাশাপাশি সাহিত্য চর্চা করে যাচ্ছেন। তিনি মর্নিং বার্ডস স্পোটিং ক্লাব-এর প্রতিষ্ঠাতা। পাশাপাশি ভ্রমণ পিপাসু সংগঠন ‘এফটিআরএস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি। প্রগতি সংঘ ক্লাব, মতিঝিল-এর ক্রীড়া সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।