Authors
Explore our collection of books across different authors
ড. মো. আলমাসুর রহমান
1
Books
1
Followers
ড.মো.আলমাসুর রহমান জন্ম ঢাকা, ১৯৬১। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর এবং যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় দাবা খেলোয়াড় এবং আন্তর্জাতিক দাবা বিচারক। গত পনেরো বছর ধরে তিনি আত্ন-উন্নয়ন ও ইতিবাচক জীবনযাপন নিয়ে প্রশিক্ষনের মাধ্যমে পনেরশ-এর বেশি সেশনে ৫,০০,০০০ (পাঁচ লক্ষাধিক) মানুষকে জীবন গড়ার বার্তা পৌঁছে দেন। ২০১৭ সালে আন্তর্জাতিক থিয়োসফিক্যাল সোসাইটির বাংলাদেশের তিনি ন্যাশনাল লেকচারার ঘোষিত হন। মানসিক স্থিতি এবং তার অফুরন্ত শক্তিকে যথার্থভাবে কাজে লাগাতে একদিনের মেডিটেশন কোর্স 'প্রোএকটিভ মেডিটেশন' তিনি বাংলাদেশে জনপ্রিয় করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিমন্ত্রিত বক্তা হিসেবে শিক্ষার্থীদের নিয়মিত মোটিভেশনাল ক্লাস ছাড়াও তিনি দৈনিক পত্রিকাসহ ম্যাগাজিনগুলোতে নিয়মিত মনদৈহিক বিষয়ে প্রবন্ধ লিখছেন। তার লিখা 'মানসিক চাপ ও রাগ কিভাবে নিয়ন্ত্ৰণ করবেন' এবং 'চিন্তা ধারা' বই দুটি ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছে। তিনি দুই সন্তানের জনক এবং স্ত্রী গৃহিনী। তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদালয়ের আবাসিক ক্যাম্পাসের প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।