Authors
Explore our collection of books across different authors
শ্যামল দত্ত
1
Books
0
Followers
শ্যামল দত্ত। জন্ম ৫ ফেব্রুয়ারি, চট্রগাম। তিনি একজন স্বনামধন্য সাংবাদিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের চেতনায় সপক্ষের মুখপত্র দৈনিক ভোরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের ( সিজিএ ) ভাইস প্রেসিডেন্ট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি )'র পরিচালনা বোর্ডের সদস্য, জাতীয় প্রেস ক্লাবের কোষাধাক্ষ্য। তিনি টক শো এ্যাংকর হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন। এ ছাড়া তিনি খেলাঘরের ঢাকা মহানগর কমিটির সভাপতি, প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কনফ্লিক্টস ল' অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইসি এলডি এস ) - এর পরিচালক।