Authors
Explore our collection of books across different authors
মোজাম্মেল হোসেন ত্বোহা
1
Books
101
Followers
জন্মসূত্রে বাংলাদেশী হলেও বাবার চাকরিসূত্রে মাত্র দু’বছর বয়সেই পাড়ি জমান সে সময়ের গাদ্দাফি শাসিত লিবিয়ায়। এরপর বেড়ে ওঠা সেখানেই। স্কুল জীবন শেষ করেছেন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি বিভিন্ন স্কুলে। পরবর্তীতে সিরত ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। পেশাগত জীবনে সিভিল ইঞ্জিনিয়ার হলেও সবসময় পছন্দ করেছেন নতুন কিছু জেনে অন্যদের তা জানাতে। তাঁর শখও কেবল একাডেমিক বিষয়াদির মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছড়িয়ে আছে ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি, তথ্যপ্রযুক্তির মতো নানাবিধ ক্ষেত্র জুড়ে। ২০১১ সাল থেকে শুরু হওয়া লিবিয়ার গৃহযুদ্ধ দেখেছেন খুব কাছ থেকে, হয়েছেন এর ভয়াবহতার শিকারও। এসব বিষয় তাঁর মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ফলশ্রুতিতে তাঁর লেখালেখিতে প্রায় সময়ই উঠে এসেছে মধ্যপ্রাচ্য ও এই অঞ্চল সংশ্লিষ্ট রাজনীতি ও ইতিহাসের কথা। নিয়মিত লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়ায় নিজের একাউন্টে, অনলাইন মিডিয়া রোর বাংলায়, এবং দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকাগুলোতে। ‘প্রেসিডেন্ট মুরসি’ শিরোনামের এক সংকলন বইয়ে স্থান পেয়েছে তাঁর দুটি লেখা। সামনের দিনগুলোতে ইতিহাস ও রাজনীতির চমকপ্রদ সব বিষয় নিয়েই লেখালেখির ইচ্ছে গুণী এই তরুণ লেখকের। প্রকাশনা সংস্থা স্বরে অ থেকে প্রকাশিত স্পাই স্টোরিজ মোজাম্মেল হোসেন ত্বোহার প্রথম প্র প্রথম বই। প্রথম বই প্রকাশের শুরু থেকেই পাঠকের রাডারে আছেন ভালোমতোই।