Authors
Explore our collection of books across different authors
শহীদুজ্জামান
4
Books
12
Followers
শহীদুজ্জামান ১৯৫২ সালের ৪ঠা আগস্ট (বাংলা ১৩৫৮ সালের ২২ শে কার্তিক) মাগুরা জেলার কাবিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ ডিগ্রী এবং ১৯৮৭ সালে ইংল্যান্ডের লিড্স্ বিশ্ববিদ্যালয় থেকে Linguistics and ELT-তে এম. এ ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৭৯ সালে অ্যামেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত, লেবানন-এ TEFL (Teaching English as a Foreign Language) কোর্স করেন। ১৯৮৮ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ঐ বিভাগের একজন সহযোগী অধ্যাপক।