Authors
Explore our collection of books across different authors
সিমর হার্শ
1
Books
1
Followers
সিমর হার্শ ১৯৩৭ সালের ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম গ্রহণ করেন। 'নিউ ইয়র্কার' ও 'লণ্ডন রিভিউ অফ বুকস' এর জন্য লেখালেখির পাশাপাশি তিনি 'নিউ ইয়র্ক টাইমস' এর ওয়াশিংটন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় চার দশক আগে ভিয়েতনামের 'মাই লেই' তে সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত সত্য উদঘাটন ও প্রকাশনার মাধ্যমে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার জগতের একজন শীর্ষস্থানীয় সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তাঁর এই অবদানের জন্য তিনি পুলিৎজার পুরস্কারেও ভূষিত হন। সেই সময় থেকে ভিয়েতনামের যুদ্ধ দীর্ঘায়িত করার পিছনে কিসিনজারের ভূমিকা এবং আবু গারিব জেলখানায় সেনাবাহিনীর অত্যাচারের নির্মম সত্যসহ বিভিন্ন ধরনের সত্য ঘটনা তিনি প্রকাশ করেছেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচ বার জর্জ পোল্ক পুরস্কার, দুইবার ন্যাশনাল ম্যাগাজিন অ্যাওয়ার্ড ফর পাবলিক ইন্টারেস্ট, এলএ টাইমস বুশ পুরস্কার ও ন্যাশনাল বুশ ক্রিটিক সার্কেল পুরস্কার লাভ করেন।