Authors
Explore our collection of books across different authors
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন
2
Books
247
Followers
ড. ফিলিপসের জীবনকে বর্ণাঢ্য বললে কম বলা হবে। কানাডায় অভিবাসিত একজন কৃষ্ণাঙ্গ হওয়ার সুবাদে পশ্চিমা সভ্যতাকে তিনি দেখেছেন একান্ত কাছে থেকেই। তিনি কানাডাতে সিমন ফ্রেজার ইউনিভার্সিটিতে প্রাণরসায়নে লেখাপড়ার সময় সমাজতন্ত্রের ডাকে বইখাতা ফেলে রেখে রাস্তায় নামেন। কৃষ্ণাঙ্গ ও সমাজতন্ত্রীদের নানা আন্দোলনে জড়িয়ে পড়েন। এমনকি এক পর্যায়ে সমমনা কম্যুনিস্টদের সাথে কম্যুনাল লিভিংয়ে অবধি কিছুদিন বাস করেন। পুঁজিবাদের পরে সমাজতন্ত্রের কুৎসিত রূপটি তাঁর সামনে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যায়; কেবল কারও বক্তব্য শুনে নয়। এভাবে সত্যের সন্ধান খুঁজে ফেরা মানুষটি দিশা পান ইসলামের। তিনি আবিষ্কার করেন, সভ্যতা হোক আর সংস্কৃতি, ইসলামী সমাজের বুনিয়াদ কোনো স্বার্থান্বেষী শ্রেণির রচনা নয়; বরং তা এ বিশ্বচরাচরের স্রষ্টার বেঁধে দেওয়া বিধি-বিধান। কারচুপি কিংবা কারসাজির সেখানে কোনো স্থান নেই। ১৯৭২ সালে মুসলিম হবার পরে তিনি মাদীনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা এবং ইসলামি বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। ইসলামী ধর্মতত্ত্বের উপর এমএ করেছেন রিয়াদ ইউনিভার্সিটি থেকে। ইসলামিক স্টাডিজের ওপর পিএইচডি করেছেন ওয়েলস ইউনিভার্সিটি থেকে। দির্ঘ দিন শিক্ষকতা করেছেন প্রেস্টন ইউনিভার্সিটি ইউএই, নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়াদ এবং সুদানের অমদুরমান ইসলামিক ইউনিভার্সিটিতে। Islamic Online University প্রতিষ্ঠার সুবাদে জর্দানিয়ান পাবলিকেশন কর্তৃপক্ষ ড. বিলাল ফিলিপসকে “The 500 most influential Muslim” এর তালিকায় স্থান দেয়। এ ইউনিভার্সিটিতে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিনামূল্যে Diploma এবং টিউশন-ফি মুক্ত bachelor of Arts প্রোগ্রামে পড়াশোনা করতে পারে। তার সম্পর্কে আরও জানতে দেখুন: www.bilalphilips.com