Authors
Explore our collection of books across different authors
আসাদ আহমেদ
3
Books
6
Followers
জানুয়ারী মাস।তীব্র শীত বাংলায়। হাড়কাঁপানো শীত।এমন এক শীতের রাতের শেষ প্রহরে পৃথিবীর বুকে জন্ম আমার। দিনটি ছিল শুক্রবার। ১৮ জানুয়ারি,২০০২ সাল (বাংলা ৪ঠা,মাঘ ১৪০৯ বাংলা)। একদম ছোটবেলায়ও লেখালেখির প্রতি কোন আগ্রই ছিলো না। স্কুলে দশম শ্রেণীতে পড়াকালীন সময় প্রধান শিক্ষক একটি সুন্দর উদ্যোগের কথা বললেন তা হলো"স্কুল ম্যাগাজিন" তৈরি। আমার একটা ইচ্ছা পেয়ে বসল যে আমাকেও কিছু একটা দিতে হবে ম্যাগাজিনের জন্য ভাবতে ভাবতে কবিতা লেখা ও দেয়ার সিদ্ধান্ত করে ফেললাম, অনেক কষ্টে একটি কবিতা লিখেও ফেললাম নাম দিলাম "প্রিয় কবি" কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে লিখলাম কবিতাটি কিন্তু দুর্ভাগ্যবশত,ম্যাগাজিন আর হলো না কিন্তু লেখালেখির নেশার বীজ রোপিত হয়ে রইল, সেই থেকে লেখালেখির নেশা আমার এখনও। লিখতে ভালো লাগা থেকে আসলে লেখালেখির শুরু। অবসর পেলেই লেখালেখির নেশা পেয়ে বসে। নেশাটা যেন এমন করে সারাজীবন থাকে, আমি এটা চাই। কোথায় তেমন কোন প্রকাশের মাধ্যম না পাওয়ায়, আজও একক কোন গ্রন্থ প্রকাশিত হয়নি। তবে ইনশাআল্লাহ্ আল্লাহ্'র করুনায় ও আপনাদের সহযোগিতা ও দোয়ায় কোন একদিন হবে। না হলেও সমস্যা নাই এই অ্যাপস্ যতদিন থাকবে ততদিন তো থাকবে ইনশাআল্লাহ্। জীবনের নিশ্চয়তা কে দিতে পারে বলুন। আল্লাহ্ র বাগানে ফুল যেমন ফোটে তেমনি ঝরেও। আমি যদি পৃথিবীতে না থাকি কোন একদিন তবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমার লেখাগুলো পড়তে পারবেন। জানিনা কতটুকু বিনোদন আর শিক্ষনীয় কিছু দিতে পারি তবে চেষ্টা করি,করে যাব আজীবন। আমার লেখা পড়ে যদি একটি পাঠকের সময় ভালো কাটে, যদি সে কিছু না কিছুও শিখতে পারে,তার জীবনে যদি এক তিল পরিমাণও পরিবর্তন আসে তবে আমার লেখা সার্থক।