Authors
Explore our collection of books across different authors
শাইখ আব্দুল আযীয আত তারিফী
3
Books
49
Followers
শাইখের নাম আবদুল আযীয বিন মারযুক্ব আত-তারিফী। ৭/১২/১৩৯৬ হিজরি মোতাবেক ৭/৯/১৯৭৬ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন। রিয়াদের ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইউনিভার্সিটির শারি’আহ কলেজ থেকে গ্র্যাজুয়েট করেন। কর্মজীবনে তিনি প্রথমে মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্সের গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেন্টার ফর রিসার্চ স্টাডিজের গবেষণা পরিচালক ও তারপর একই প্রতিষ্ঠানের ইসলামী গবেষকের দায়িত্ব পালন করেন। ১৩ বছর বয়সে তিনি ইসলামী শাস্ত্রের কিতাবাদি মুখস্থ করা শুরু করেন। এর মধ্যে প্রথম হলো হাদীস শাস্ত্রের কিতাব আল-বাইক্বুনিয়্যাহ। তারপর ১৮ বছর বয়সের মধ্যে তিনি কাশফুশ শুবুহাত, কিতাবুত তাওহীদ, ফাদ্বলুল ইসলাম, আলমানযুমাতুর রাহবিয়্যাহ, বুলুগুল মারাম কিতাবের পাশাপাশি শত শত চরণের কবিতা মুখস্থ করেন। তারপর তিনি সহীহুল বুখারী, সহীহ মুসলিম, সুনান আবি দাউদসহ হাদীসের অন্যান্য কিতাব মুখস্থ করেন। এছাড়াও তিনি মানারুস সাবতী এবং মালিকি মাযহাবের আর-রিসালাহ (ইবনে আবি যায়দ আল-ক্বাইরাওয়ানি রচিত) মুখস্থ করেন। হাদীস, ফিক্বহ, উসুল, তাফসির, আদাব (সাহিত্য) এবং চার মাযহাবের অসংখ্য কিতাব তিনি অধ্যয়ন করেছেন। হাদীসের কিতাবের মাঝে উল্লেখযোগ্য সুনানুল বায়হাক্বি, সহীহ ইবনে খুযাইমাহ, সহীহ ইবনে হিব্বান, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ‘আব্দুর রাযযাক্ব, সুনান দারাক্বুতনি ইত্যাদি। অন্যান্য কিতাবের মধ্যে আছে ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ, যাদুল মা’আদ, তাফসির ইবনে কাসির, তাফসির আত-তাবারি, তাফসিরুল বাগাওয়ি, তাফসির আয-যামাখশারি, তাফসির আস-সা’লাবি, সিরাত ইবনে হিশাম এবং আল-মুগনি। শাইখ প্রতিদিন গড়ে ১৩-১৪ ঘণ্টা পড়ালেখা করেন এবং প্রতিদিন ৩০ থেকে ৫০টি হাদীস মুখস্থ করতেন।