Authors
Explore our collection of books across different authors
স্বপ্নে বাস্তব
5
Books
17
Followers
আমি কোনো পেশাদার লেখক নই, বরং গল্প লেখা আমার একান্ত শখ। এই শখ আমার ভেতরের কল্পনাকে ভাষার মাধ্যমে জীবন্ত করে তোলে। যখনই আমার মনে কোনো নতুন ভাবনা বা চিত্র ভেসে আসে, আমি সেগুলোকে গল্পের রূপ দিই। আমার বেশিরভাগ গল্পে আমি চেষ্টা করি একটি ইতিবাচক বার্তা বা জীবনবোধ তুলে ধরতে। আমি বিশ্বাস করি, সাহিত্যের মাধ্যমে সমাজের জন্য কিছু ভালো শিক্ষা দেওয়া সম্ভব। তাই আমার গল্পগুলো কেবল বিনোদনের জন্য নয়, বরং চিন্তার খোরাক জোগানোর একটি মাধ্যম। এই গল্পগুলো আমি অন্য কাউকে শোনানোর জন্য লিখি না, বরং নিজের জন্যই লিখি। একাকী মুহূর্তে আমি আমার লেখাগুলো পড়ি এবং বোঝার চেষ্টা করি। এতে করে আমার নিজের লেখালেখির মান উন্নত হয় এবং একই সাথে আমি আমার ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করতে পারি। এই প্রক্রিয়া আমাকে নিজের ভাবনাগুলোকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজাতে সাহায্য করে। লেখালেখি আমার কাছে আত্ম-আবিষ্কারের একটি মাধ্যম, যার সাহায্যে আমি নিজেকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারি।