Authors
Explore our collection of books across different authors
মো. আদনান আরিফ সালিম
1
Books
9
Followers
জন্ম ১৯৮৯ সালের ১ নভেম্বর কুষ্টিয়াতে। পাবনার পাকশীতে পৈত্রিক নিবাস। পিতা মরহুম আরিফ যুবায়ের ও মা সেলিনা সুলতানা। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে কর্মরত। পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল থেকে মাধ্যমিক ও কুষ্টিয়া সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ শেষ করে ২০০৭ সালে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সালে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্মানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ২০১২ সালে ঐ একই বিভাগ থেকে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে পিএইচডি গবেষণায় যুক্ত হয়েছেন। ইতিহাস, প্রত্নতত্ত্ব, সমাজ-সংস্কৃতি ও সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে লেখকের বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রথম বারের মতো তাঁর তিনটি বিষয়ভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয়। ইতিহাস ও ঐতিহাসিক এবং আধুনিক ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৭৮৯) শীর্ষক গ্রন্থদুটিতে তিনি বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক এ কে এম শাহনেওয়াজের’ সহলেখক। অন্যদিকে অধ্যাপক মোঃ আতিয়ার রহমানের সহলেখক হিসেবে প্রকাশিত হয় তাঁর ‘বাংলাদেশের ইতিহাস ও জাতিসত্তার বিকাশ’ শীর্ষক গ্রন্থটি। ২০১৫ সালে সালে প্রকাশের তালিকায় যুক্ত হয় ‘প্রত্নচর্চায় বাংলাদেশ’ ও ‘গুপ্তগোষ্ঠী ইলুমিনাতি’ গ্রন্থদ্বয়। ২০১৬ গ্রন্থমেলায় প্রকাশিত হয় লেখকের ‘জেরুজালেম’ শীর্ষক গ্রন্থটি। একই সঙ্গে অধ্যাপক একেএম শাহনেওয়াজের সহলেখক হিসেবে আধুনিক ইউরোপের ইতিহাসের (১ম ও ২য় খণ্ড) পাশাপাশি অনুবাদ গ্রন্থ ‘তাজমহলের গল্প’ প্রকাশিত হয় ২০১৭ বইমেলায়।