ঢাকা মসজিদের নগরী হিসেবে সারা বিশ্বে পরিচিত ঢাকার হাজারো মসজিদের মধ্যে প্রাচীনতম মসজিদ হলো বিনত বিবি মসজিদ। নতুন পুরাতন অসংখ্য মসজিদের ভীরে বিনত বিবি মসজিদ আলাদা। বিনত বিবির মসজিদ ঢাকার প্রাচীন মসজিদ। পুরনো ঢাকার নারিন্দা বা নারায়ণদিয়ায় বিনত বিবি মসজিদের অবস্থান। হিজরি ৮৬১ সাল এবং খ্রিস্টীয় হিসেবে ১৪৫৭ সালে বখত বিনাত ঢাকার নারিন্দায় এ মসজিদটি নির্মাণ করেন। প্রাচীন মসজিদটি এক গুম্বুজ বিশিষ্ট ছিল। মসজিদের শিলালিপি রয়েছে। যার বাংলা অনুবাদ এই রকম-"পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসুল। এ গরিবের মসজিদে সকালে ও রাতে কৃতকার্য লাভ করার জন্য এসো। ধ্বনি দ্বারা সুশোভিত হলো। নির্মাণকারিণী মারহামত কন্যা মুসাম্মৎ বখত বীনত। ৮৬১ হিজরি।" বিনত বিবি মসজিদের ভিতরের পরিমাপ প্রতিদিকে ৩.৬৬ মিটার। আর দেয়াল ১.৮৩ মিটার পুরু। বিনত বিবি মসজিদের পশ্চিম দেয়ালে ১টি মিহরাব রয়েছে। পূর্ব দেয়ালে ১টি দরজা। এছাড়া মসজিদের উত্তর ও দক্ষিণে ১টি করে দরজা রয়েছে।