Authors
Explore our collection of books across different authors
গোলাম আশরাফ খান উজ্জ্বল
3
Books
10
Followers
গোলাম আশরাফ খান উজ্জ্বল। সাংবাদিক, সাহিত্যিক, ইতিহাস ও প্রত্ন গবেষক। জন্ম ২০ আগষ্ট ১৯৭০। কিন্ত সকল সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রে জন্ম ৩১ ডিসেম্বর ১৯৭৩ লেখা রয়েছে। জন্মস্থান মুন্সীগঞ্জ জেলা সদরের মহাকালী ইউনিয়নের বড় কেওয়ার গ্রামে। পিতা-আলহাজ আবুল হাসেম খান। মাতা-খাদিজা বেগম। পড়া লেখা এম.এস.এস। ১৯৮৬ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রথম লেখা প্রকাশ। নিয়মিত লিখে থাকেন দৈনিক ইনকিলাব, সংবাদ, সমকাল, ভোরের পাতা, আমাদের সময়, যুগান্তর, দিনকাল, আলোকিত বাংলাদেশ ও সাপ্তাহিক রোববার পত্রিকায়। কলকাতার পরমা, আজকের সম্পূর্ণা, আড়ালে আবডালে, যুগশংখ ও দেশ পত্রিকায় মাঝে মধ্যে লিখে থাকেন। সাংবাদিকতা শুরু ১৯৯২ সালে, দৈনিক দিনকালের স্থানীয় রিপোর্টার হিসেবে। গোলাম আশরাফ খান উজ্জ্বল মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ১৯৯৩ সালে সোনারং প্রগতী সংঘ সম্মাননা, ২০০১ সালে মুন্সীগঞ্জ মানবাধিকার কমিশন সম্মাননা, ২০০৩ সালে সত্যপ্রকাশ পত্রিকা সম্মাননা ও ২০১৫ সালে মুন্সীগঞ্জ মৃত্তিকা সাহিত্য সম্মাননা পান। গোলাম আশরাফ খান উজ্জ্বল বর্তমানে বিক্রমপুর ইতিহাস পরিষদের সাধারন সম্পাদক, মুন্সীগঞ্জ কবি পরিষদ এর সভাপতি এবং মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।