১৬ বছরে বিয়ের পিঁড়িতে বসেছিলাম পারিবারিকভাবে৷ ভালোমন্দ বুঝবার বয়সটা ঠিক তখনও আমার হয়নি৷ জগত সংসারের কাঠিন্য তখনও আমাকে ছোঁয়নি। চোখজোড়া শুধু মিষ্টি মধুর স্বপ্নে বিভোর৷ গ্রামে বেড়ে উঠা মেয়ে আমি, বিয়ে হলো শহুরে এক সরকারী কর্মকর্তার সঙ্গে। এখানেই তার ঘরবাড়ি, এখানেই জন্ম, এখানেই বেড়ে উঠা৷ তার সঙ্গে আমার বিস্তর তফাৎ৷ বয়স থেকে শুরু করে চিন্তাধারা, ভালোলাগা-মন্দলাগা সবকিছুতেই শুধু তফাৎ-ই৷ তবুও বিয়েটা হয়ে গেল৷ ছোটবেলায় দাদী বলতো একদিন নাকি রাজপুত্র আসবে আমার বর হয়ে। মাথায় গেঁথে গিয়েছিল সে কথা। বড় হবার পরও মাথা থেকে সরেনি৷ মনে মনে ভেবেছিলাম, এইতো আমার রাজপুত্র চলে এসেছে! এবারে আমার বর হবে, ঘর হবে৷ এতবছরের স্বপ্ন পূরণ হবে। তখনও আমি জানতাম না মানুষের ভীষণ যত্নে লালায়িত স্বপ্ন এতটা কুৎসিতভাবে নষ্ট হয়৷ কেউ আমাকে কখনো বলেনি, জগত সংসার বড় কঠিন জায়গা। এখানে সব স্বপ্ন সত্যি হয়না। কখনো কখনো সবচেয়ে প্রিয় স্বপ্নটাই নষ্ট হয়৷ মধু থেকে নোনা হয়। রাজপুত্রের বেশে কখনো কখনো দানবেরাও আসে!
তৌহিদ এর এই অনুশোচনার চেয়েও আরও কঠিন শাস্তি আশা করেছিলাম! আহা! পুষ্প! এমন হাজারও পুষ্প চারিপাশে স্বামী নামক এই পশুর পরকীয়া মেনে নিয়ে সংসার করতেছে! তবে সবাই যদি পুষ্প এর মত স্ট্রং হতো আর ওর শ্বশুর শ্বাশুড়ির মত মানুষ পেত তাহলে বাস্তব পুষ্পরাও ঘুরে দাড়াতো! মিম আপুর, বই গুলো এত বাস্তব হয়! অসম্ভব ভালো লাগলো "নোনাস্বপ্ন " 💙
Read all reviews on the Boitoi app
পুষ্প তুমি পুষ্পর মতোই সুন্দর।কিন্তু পুষ্প যেভাবে কয়েকদিন বাদে ঝড়ে পরে গল্পের পুষ্প দিন পেরানোর সাথে সাথে ততটাই দৃঢ় হয়েছে।পুষ্পর জন্য যেমন মন খারাপ হচ্ছে তেমনই তার গল্পটা পড়ে অদ্ভুত ভালোলাগাও কাজ করছে
হৃদয় কে স্পর্শ করে যাওয়া একটি গল্প 🥰