Authors
Explore our collection of books across different authors
খাদিজা মিম
9
Books
568
Followers
পৈতৃক নিবাস ব্রাক্ষ্মণবাড়ীয়ায়। পিতা, মোঃ মজিবর রহমান, মাতা, জাহানারা বেগম। ঢাকাতেই জন্ম এবং বেড়ে উঠা৷ স্নাতক সম্পন্ন করেছেন হিসাব বিজ্ঞান বিভাগে। কল্পনাবিলাসী এই মানুষটি কল্পনার চরিত্রগুলোকে অক্ষরের মাঝে ফুটিয়ে তুলতেই লেখালেখির জগতে পা রাখেন।