ঘুণপোকা দেখেছো কখনো? একটু একটু করে কাঠ খেয়ে শেষ করে ফেলে৷ আমাদের সম্পর্কটা রোজ একটু একটু করে আমিও শেষ করে দিয়েছি। মন উজাড় করে ভালো সবাই বাসতে জানে না। রুপু জানতো কি করে ভালোবাসতে হয়। রুপু পৃথিবীতে ঐ একজনই৷ ওর মতন কেউ নেই। এমন একজনের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার৷ চমৎকার একটা জীবন কাটাতে পারতাম আমি। সেই জীবন আমি নিজেই শেষ করেছি। রুপু চলে গিয়েছে পাঁচবছর হয়ে গেল। জীবনটা আজও ঐ পাঁচবছর আগে এয়ারপোর্টেই থমকে আছে, যেখানে দাঁড়িয়ে রুপুকে আমি শেষবারের মত বিদায় দিয়েছিলাম। নিঃশ্বাস নেয়া আর বেঁচে থাকার মাঝে বিস্তর তফাৎ। আমি নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে নেই।
"জীবনে হাজারটা আপস অ্যান্ড ডাউনস থাকে। রুপন্তীর জীবনে এই আপস অ্যান্ড ডাউন্স গুলোকে কেন্দ্র করে ঘুণপোকা গল্পটা আমার পছন্দের গল্পের তালিকায় যোগ হলো।"
গল্পটা খুব পছন্দ হয়েছে।জোর করে কিছু হয়না আবার জোর করেও অনেক কিছু হয়।গল্পটায় দুঃখ যেন আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে। বাস্তবের ছোয়াগুলো যেন দেখছিলাম এই সমাজ এর চেহারা। আপন মানুষের পর হওয়া। সব মিলে ভালো লেগেছে❤️
Read all reviews on the Boitoi app
Ek kathay ashadharon.
শুরু থেকে শেষ পর্যন্ত একঘেয়েমি লাগেনি। কী সুন্দর! মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্কগুলো কী সুন্দর দেখানো হইছে, সম্পর্কের মূল্য বোঝানো হইছে। চমৎকার একটা গল্প ছিল🌺!
মিম আপুর লেখা বরাবর ই দারুণ! মানুষ টা এতো jolly mind এর কিন্তু সম্পর্কের জটিল বিষয় গুলো নিয়ে এতো অসাধারণ ভাবে লিখেন! যে তা কল্পনা তেই থাকে বাস্ত হয়ে ওঠে! ঘুণপোকা রুপন্তীদের জন্য❤️
এক কথায় অসাধারণ ❤❤❤
মিম আপুর বেস্ট লেখাগুলোর মধ্যে একটা 🤩
মাত্র কিনলাম, পড়ে মন্তব্য করবো। রুপন্তির জন্যই বইটা পড়তে আসা।
জীবনে হাজারটা আপস অ্যান্ড ডাউনস থাকে। রুপন্তীর জীবনে এই আপস অ্যান্ড ডাউন্স গুলোকে কেন্দ্র করে ঘুণপোকা গল্পটা আমার পছন্দের গল্পের তালিকায় যোগ হলো।
রুপন্তি একদম ঠিক করেছে। এতটুকু কষ্ট সৈকতের জন্য খুব কমই মনে হচ্ছে 🤨
ঘুণপোকা এর জীবনধারা আমার ভালো লেগেছে । আমার আগেও এটা প্রিয় ছিল । বর্ধিতাংশ আমার ভালো লেগেছে । এইটা একটা কষ্টকর বিষয় ছিল । কারণ একটা জায়গায় গল্পটা শেষ করে তারপর সেখান থেকে আবার অংশ বাড়ানো সাথে সেই আগের আবহ ধরে রাখা! বিষয়টা অসাধারণ ছিল । সাথে চরিত্রের উপস্থিতি ও অসাধারণ ছিল । কিছু কিছু মুহূর্তে সৈকতের সংলাপবিহীন নীরব উপস্থিতি জীবনধারাকে আরো সুন্দর করেছে । তাই সব মিলিয়ে এই গল্পটা অসাধারণ ছিল ।