আমাদের সবকিছুতেই বিস্তর তফাৎ ছিল৷ বয়স থেকে শুরু করে সোশ্যাল স্ট্যাটাস, লেখাপড়া, মানসিকতা, অনুভূতি সবকিছু! তবুও আমাদের বিয়েটা হয়। আমার বাবার জেদের কারণেই হয়৷ গোটা দুনিয়ায় বাবার মত ভালো আর কেউ কখনো বাসেনি৷ আমি জন্মাবার পর থেকে বাবা বরাবর আমার জন্য সেরাটাই খুঁজে এনেছে৷ বিয়ে এবং জীবনসঙ্গীর মত অতি গুরুত্বপূর্ণ ব্যাপারটায়ও বাবা বিন্দুমাত্র ভুল হবার সুযোগ রাখেননি৷ পৃথিবীর সবচেয়ে সেরা মেয়েটা খুঁজে এনেছে বাবা আমার জন্য৷ কিন্তু অতি ভালো কিছুও মানুষ কখনো কখনো পায়ে ঠেলে মতিভ্রম হলে৷ আমারও হয়েছিল৷ মেয়েটাকে প্রথমবার দেখেই আমার মনে হয়েছিল স্ট্যাটাস, মেন্টালিটি, বয়স কোনোদিক দিয়েই মিলছে না! এমন একটা মেয়ে আমার বউ হবে কেমন করে? মেনে নিতে পারিনি ওকে। একজন মানুষকে যতখানি উপেক্ষা করা যায় সবটুকু করেছি৷ যতটুকু যন্ত্রণা দেয়া যায়, দিয়েছি৷ তবুও মেয়েটা আঁকড়ে রাখতে চেয়েছিল৷ কখনো ভালোবাসার টানে, কখনোবা পরিবারের চাপে৷ তারপর একদিন চূড়ান্ত সীমা পার হবার পর ধৈর্যের বাঁধ ভাঙলো ওর৷ মানুষ তো! বয়সটাও তো আহামরী ছিল না এতকিছু সয়ে যাবার। উপেক্ষায় উপেক্ষায় মনের দরজা আমার জন্য বন্ধ হলো ওর। যত্নে, আহ্লাদে সে দুয়ার খুলে গেল অন্য কারো জন্য! কিন্তু ততদিনে আমি কেমন করে যেন ওর মায়ায় জড়িয়ে গেলাম৷ চোখের উপর থেকে আমাদের সেসব বিস্তর তফাৎয়ের পর্দা সরে গিয়ে মনে হলো ও আর আমি তো একই! ভীষণ পবিত্র এক বন্ধন আমাদের৷ এই সম্পর্কে আমি তুমি বলতে আলাদা আলাদা কোনো সত্তা নেই৷ ও এতখানি মিশে গেল আমার মাঝে মনে হলো, ও আমার চেয়ে ভিন্ন কেউ না৷ আমার সবটা জু্ড়ে শুধু এই মেয়েটাই। নিজের সর্বনাশ আমি চেয়ে চেয়ে দেখলাম৷ অবহেলা, অপ্রেমে যে দুয়ার বন্ধ হয় তা কি আর কখনো খোলে? হৃদয় নিংড়ানো ভালোবাসা চরণতলে সমর্পণে কি সে দরজা খোলার ক্ষমতা রাখে? জোর করে ঘরের দরজা ভাঙা যায়, মনের দরজা কি জোর করে ভাঙা যায় কখনো?
তানভীর আর সুহার ভিতরের সব মিটমাট হয়ে গেছে এটা যে কতড়া স্বস্তির । এখন আমার লোভী মন তানভীর-সুহার সংসার দেখার জন্য উতলা হয়ে আছে।
Read all reviews on the Boitoi app
Just awesome story and another gift from my most favourite author 🤩
ওকে টাইপ। বন্ধ দরজার কিছু টা বর্ধিত অংশ। না লিখলেও হত।
তানভীর আর সুহা এই দুটো নাম ও যেন ইমোশন। অবশেষে ওদের মিল হয়েছে। স্বামী স্ত্রীর ভালোবাসা এমনি হয় বুঝি! কোথাও কিছু নেই , তাও কিসের যেন একটা টান অনুভব হয়♥️♥️
সত্যি বলতে, বন্ধ দরজার ২য় সংস্করণ পড়ে লেখিকার উপর বেশ অভিমান জমেছিল। আজ সব অভিমান আবার ভালোবাসায় রূপ নিল। প্রিয় মিমের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।
❤❤❤❤.......
Poripuri ta peyeche ebar.Khub shndar
তানভীর সুহায়লা একটা ইমোশান! ভীষণ ভালো লাগলো ওদের মিল হওয়া দেখে! আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক টা এমন ই যেন! কিচ্ছু না থাকলেও কিসের টানে যেন আবার এক হয়ে যায় দুজন 💜
অনেকদিন ধরে অপেক্ষা করেছি,তানভীর সুহার মতোন আমারো অপেক্ষার পালা শেষ হলো। ভীষণই পচ্ছন্দের গল্প ছিলো এটি আমার, ধন্যবাদ মিম আপুকে এতো সুন্দর এন্ডিং দেওয়ার জন্য। গল্পটা পূর্ণতা পেয়েছে, কাহিনি, রোমান্স সবকিছু মনমতো ছিলো। যারা ফেসবুকে প্রথম অংশ পড়েনি তারাও কাহিনি বুঝতে পারবে এই বাকি অংশটুকু পড়ে। খুবই সাবলীল লিখাগুলো। পুনরায় ধন্যবাদ মিম আপুকে বন্ধ মনে দুয়ার খোলার জন্য💚💚
আপু ই-বুকের কথা বলার পর থেকেই অপেক্ষা করতেছিলাম এবং বই পড়ার পর আমার অপেক্ষা সার্থক।আপুর লেখা বরাবরের মতোই দারুণ,এটা নিয়ে বলার কিছু নেই।তবে সুহা-তানভীরকে আরো অনেক্ষন পড়তে পারলে বোধহয় আরো ভালো লাগত।